Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

কৃর্তক প্রদত্ত পরিসেবা সমূহ

 

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন এবং বৈদেশিক সাহায্য প্রাপ্ত অর্থ দ্বারা গৃহীত বিভিন্ন প্রকল্প কর্মসূচীর মাধ্যমে গ্রামীন অবকাঠামো  যেমন রাস্তাঘাট , ব্রীজ- কালভাট নির্মান/ পূনঃ নির্মান/রক্ষণাবেক্ষণ, গ্রোথসেন্টার- হাট /বাজার উন্নয়ন , ইউনিয়ন পরিষদ ভবন নির্মান, উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মান ,ঘুর্নিঝড়/ বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান, সরকারী/ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান/ পূন:নির্মান, সংস্কার, বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মান/পূনঃনির্মান/রক্ষণাবেক্ষণ, রাবার ড্যাম নির্মাণ, খাল খনন ও পূনঃখনন, রাস্তার ধারে বৃক্ষরোপন এবং দুস্থ মহিলাদের মাধ্যমে রোপিত বৃক্ষের পরিচর্যা ইত্যাদির মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্টির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ।

 

বিগত পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং চলতি দারিদ্র বিমোচন কৈশলপত্র (PRSP)এর আলোকে দেশের গ্রামীন ভৌত অবকাঠামোর ইনভেন্টরী পর্যালোচনা পূর্বক বিভিন্ন অঞ্চলের সার্বিক অবস্থা, সামাজিক চাহিদা, অনগ্রসরতা, রক্ষণাবেক্ষণ, আর্থিক সংস্থান ইত্যাদি বিবেচনা পূর্বক সূষম উন্নয়নের বিষয়কে গুরুত্ব প্রদান পূর্বক অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা ।

 

মাঠ পর্যায়ে জনগন এবং জনপ্রতিনিধিগণের চাহিদা মোতাবেক বিভিন্ন প্রকল্প প্রস্তাব পর্যালোচনা অন্তে প্রকল্প সমূহ উপজেলা সমন্বয় কমিটির মাধ্যম জেলার নির্বাহী প্রকৌশলী, এলজিইডি বরাবরে প্রেরণ পূর্বক সদর দপ্তর কর্তৃক ফান্ড প্রাপ্তি সাপেক্ষে প্রকল্প অনুমোদন এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন ।

 

বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বিভিন্ন খাত উপখাতে প্রাপ্ত বরাদ্দ মোতাবেক উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রস্তাবিত প্রকল্প সমূহ পর্যালোচন এবং অনুমোদন অন্তে মাঠ পর্যায়ে বাস্তবায়ন ।

 

মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে এলজিইডির কর্মকর্তা -কর্মচারী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি অর্থাৎ ইউ,পি চেয়ারম্যান, সচিব, সদস্যগণ সহ উপভোগী, ঠিকাদার ও চুক্তিবদ্ধ শ্রমিক দলের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা ।